সালমান খানকে নিয়েই রবিবার আবারও টিভির পর্দায় ফিরছে বিগ বস ১০। এবার শুধু সেলিব্রিটি নয়, সঙ্গে সাধারণ প্রতিযোগীরাও থাকবেন। ইতিমধ্যেই চ্যানেলের পক্ষ থেকে তাদের নাম প্রকাশ করা হয়েছে।
৬ সেলিব্রিটির মধ্যেই শোনা যাচ্ছে, বিগ বসের হাউসে এবার হাজির হবেন ভোজপুরী ছবির জনপ্রিয় অভিনেত্রী অন্তরা বিশ্বাস। যিনি মোনালিসা নামেই বেশি জনপ্রিয়।
এখনো পর্যন্ত প্রায় ৫০টি ভোজপুরী ছবিতে অভিনয় করা মোনালিসার ভক্তসংখ্যা প্রচুর। তার ভোজপুরী সিনেমার অন্যতম আকর্ষণীয় এই অভিনেত্রী বিগ বসের হাউসে কী খেল দেখান, তা এখন দেখার।
বিডি-প্রতিদিন/১৬ অক্টোবর, ২০১৬/মাহবুব