বড় কোনো দুর্ঘটনা হলেও আশ্চর্য হওয়ার কিছু ছিল না। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আহত অবশ্য হয়েছেন, তবে তা গুরুতর নয়। তার সঙ্গীদেরও তেমন আঘাত লাগেনি। ‘সিমরন’ ছবির শ্যুটিং শেষে আমেরিকার জর্জিয়া থেকে আটলান্টায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, হাইওয়েতে গাড়ি চালাতে চালাতেই হঠাৎ তাদের ড্রাইভার কাশতে শুরু করেন। মুহূর্তে তার চোখের সামনেটা অন্ধকার হয়ে যায়! কঙ্গনার দেহরক্ষী পাশেই ছিলেন। তিনি তখন স্টিয়ারিং ধরে সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শেষরক্ষা হয়নি। তিনটে লেন পেরিয়ে গাড়িটা গিয়ে ধাক্কা মারে লোহার ফেন্সে! এত সত্ত্বেও কিন্তু তেমন চোট লাগেনি কারও।
কঙ্গনার কনুই এবং কপালে সামান্য লেগেছে। কিন্তু সেই অবস্থাতেও তিনি খেয়াল রেখেছিলেন, বাকিরা সকলে কেমন আছেন। চোট লেগেছে বলে ব্রেকও নেননি মোটেই! পুরোদমে শ্যুটিং চালিয়ে যাচ্ছেন কঙ্গনা।
বিডি-প্রতিদিন/১৬ অক্টোবর, ২০১৬/মাহবুব