‘জুলি ২’-এর হাত ধরেই বলিউডে প্রবেশ করছেন দক্ষিণের তারকা নায়িকা লক্ষ্মী রাই। তবে বিটাউনে ভাগ্য পরীক্ষার জন্য কমিয়ে ফেলেছেন এক ধাক্কায় ১০ কেজি ওজন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বলিউড চায় স্কিনি হিরোইন বা সাইজ জিরো। দক্ষিণ ভারত পছন্দ করে একটু কার্ভি চেহারা।’
এর আগে ২০০৪ সালে ‘জুলি’ ছবিতে শরীরী আবেদনে পর্দায় আগুন জ্বালিয়েছিলেন নেহা ধুপিয়া। ‘জুলি ২’ সিক্যুয়েলে হটবেন লক্ষ্মী রাই।
২০০৪-এর ইরোটিক থ্রিলার ‘জুলি’ যতই সফল হোক, ‘জুলি ২’-এ নিজের সেরাটা দিয়েছেন বলেই জানাচ্ছেন লক্ষ্মী রাই। তামিল, তেলুগু, মালয়ালি একগুচ্ছ ছবিতে কাজ করে লক্ষ্মী আপাতত দক্ষিণে বেশ জনপ্রিয় নায়িকা। তবে বলিউডের তীব্র প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে রাজি নন তিনি। তাই ইন্ডাস্ট্রির চাহিদা মতোই ওজন ঝরিয়ে ফেলেছেন।
লক্ষ্মী জানান, ‘জুলি ২-এ সাহসী দৃশ্যে কাজ করতে একটুও অসুবিধে হয়নি। নেহা ধুপিয়া কী বেঞ্চমার্ক সেট করে গিয়েছে, তা নিয়ে আমি আদৌ ভাবিত নই। এমনকি আমি প্রথম জুলি-ও দেখিনি।’
বলিউডের জন্য ওজন ঝরানোর বিষয়ে লক্ষ্মীর বক্তব্য, ‘১০ কেজি ওজন ঝরিয়ে ফেলেছি। ওজন ঝরাতে গিয়ে অসুস্থও হয়েছি। হাসপাতালে ভর্তি হতে হয়েছে। কিন্তু সবই কাজের জন্য।’
তিনি আরো বলেন, ‘আমি যেমন, তেমনই আমাকে দেখতে চায় দক্ষিণ ভারত। আমাকে যখন তারা ওজন ঝরানোর পরে দেখল, তখন মনে হল ভিনগ্রহের প্রাণীকে দেখছে। আসলে দক্ষিণ ভারত চায় নায়িকার শরীরে একটু মেদ। আবার বলিউড চায় স্কিনি। ইন্ডাস্ট্রির চাহিদাটা তো দেখতে হবে।’
বিডি প্রতিদিন/ ১৭ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম