বলিউডের কালজয়ী সুন্দরী রেখা। ঐশ্বরিয়া রাইও তাই। ৪০ পার করলেও বয়সের ছাপ পড়েনি চেহারায়। ইন্ডাস্ট্রিতে সিনিয়র-জুনিয়র হলেও রেখা-ঐশ্বরিয়ার সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ।
প্রায় তাদের দেখা যায় এক সঙ্গে। মঞ্চ কিংবা মঞ্চের বাইরে এই দুই সুন্দরীকে এক সঙ্গে পেলে শুধু ক্যামেরাম্যানই নয়, সবার ফোকাস থাকে তাদের ঘিরেই।
কিন্তু এবার ক্যামেরার ফ্লাশ আর সাধারণের অভিব্যক্তিকে রেখা আরও বেশি চমকে দিলেন। সম্প্রতি এক অনুষ্ঠানে ঐশ্বরিয়ার সৌন্দর্য নিয়ে প্রশংসা করেন রেখা। কিন্তু শেষটা ছিল বেশ মজার।
রেখা বলেন, ঐশ্বরিয়ার মা যখন সন্তানসম্ভবা ছিলেন তখন প্রতিদিন আমার ছবি দেখতেন। তার ফল কী হয়েছে, তা তো দেখতেই পাচ্ছেন (ঐশ্বরিয়াকে দেখিয়ে)।
বিডি প্রতিদিন/১৭ অক্টোবর, ২০১৬/ফারজানা