রিয়্যালিটি টিভি তারকা কিম কারদাশিয়ানকে ‘বিশ্বাসঘাতক’ বলে ভর্ৎসনা করলেন তার মা ক্রিস জেনার। ক্রিসের প্রাক্তন স্বামী কেটলিন জেনারকে একটি অ্যাওয়ার্ড ফাংশনে সাজিয়ে দিয়েছিলেন কিম। কেটলিন অবশ্য ‘জেন্ডার রি-অ্যাসাইনমেন্ট সার্জারি’ করিয়ে এখন পুরোদস্তুর মহিলা। আগে তিনি অলিম্পিক পদকজয়ী অ্যাথলিট ব্রুস জেনার ছিলেন।
কারদাশিয়ান পরিবারকে নিয়ে বিখ্যাত রিয়্যালিটি শো ‘কিপিং আপ উইথ দ্য কারদাশিয়ান্স’এর একটি ট্রেলার মুক্তি পেয়েছে সম্প্রতি। সেখানেই তার মা ক্রিসকে বলতে শোনা যাচ্ছে, ‘‘কিম, তুমি বিশ্বাসঘাতক! এই খেলাটা আর খেলার চেষ্টাও করো না।’’
বিডি প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৬/হিমেল