ক্যাটরিনা কাইফের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকে রণবীর কাপুরের সঙ্গে যাদের নাম জড়িয়ে গুজব রটেছে তার মধ্যে সম্প্রতি শ্রুতি হাসানের নামটাও যুক্ত হয়েছে। কিন্তু শ্রুতি জানালেন, তিনি রণবীরের সাথে মোটেই ডেট করছেন না। এটা আসলে রটনা।
কিছুদিন আগে রণবীর কাপুর আর শ্রুতি হাসান একটি বিজ্ঞাপনের শ্যুটিং করেছেন। তারপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে কথা শুরু হয়। শোনা যাচ্ছিল, রণবীরের সাথে ডেট করে বেড়াচ্ছেন শ্রুতি। কিন্তু রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে শ্রুতি রীতিমতো রেগে যান। তিনি বলেন, এসব আসলে খুবই হাস্যকর কথা। সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকি। বাজে গুজব নিয়ে ভাববার সময় নেই আমার।
বিডি-প্রতিদিন/ ১৮ অক্টোবর, ২০১৬/ আফরোজ