পরিকল্পনা ছিল ২০ তারিখের পর পরই কলকাতা যাবো। কিন্তু ২৪ তারিখ আমার জন্মদিন। তাই ২৫ তারিখে যাবো কলকাতা। 'স্বপ্নজাল'র দ্বিতীয় লটের টানা শ্যুটিং হবে ১০ থেকে ১২ দিন। নিজের জন্মদিন নিয়ে এভাবেই বললেন পরীমণি।
বর্তমানে শামীমুল ইসলাম শামীমের 'আমার প্রেম আমার প্রিয়া' ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন হালের আলোচিত এই সেনসেশন। দু'একদিনের মধ্যে পূবাইলে ক্যামেরা ক্লোজড হবে এ ছবিটির। এতে তার বিপরীতে রয়েছেন নায়ক আরজু। ব্যস্ততা ও অন্যান্য সমসাময়িক প্রসঙ্গ নিয়ে পরীমণি বলেন, "ঈদের পর থেকেই টানা শ্যুটিং করছি। শেষ করেছি বেশ কয়েকটি ছবির কাজ। এগুলোর মধ্যে 'ধূমকেতু' ও 'অন্তর্জালা' অন্যতম। দু'একদিনের মধ্যে শেষ হবে 'আমার প্রেম আমার প্রিয়া'র কাজ। এরপর জন্মদিন, তারপর কলকাতা। অর্থাৎ বার্থডে সেলিব্রেট করার পরই গিয়াসউদ্দিন সেলিমের 'স্বপ্নজাল'র দ্বিতীয় লটে যোগ দেব।"
পরীমণি আরও বলেন, "জন্মদিনটা পরিবার ও ঘনিষ্ঠ কিছু বন্ধুদের নিয়ে উদযাপন করতে চাই। ভাবতে অবাক লাগছে সময় কত দ্রুত চলে যায়। মনে হচ্ছে সেদিনই তো একবার জন্মদিন উদযাপন করলাম। যাই হোক, দর্শকদের ভালোবাসা ও দোয়া চাই। জন্মদিনের আগেই এটাই আমার প্রত্যাশা।"
বিডি-প্রতিদিন/ ১৮ অক্টোবর, ২০১৬/ আফরোজ