২০১৪ সালে বলিউড অভিনেতা হৃত্বিক রোশন-সুজানের সুখের সংসারে ছেদ পড়ে। কোনো জোরাজুরি নয়, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এ সিদ্ধান্ত নেন তারা। কেউ কাউকে দোষ দেননি। বরং বিচ্ছেদের পরও একে অন্যের প্রয়োজনে, সামাজিকতা আর সন্তানদের কারণে এক হয়েছেন।
সম্প্রতি বিয়ে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন হৃত্বিক। জানিয়েছেন, হতাশা থেকেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
হৃত্বিক বলেন, আমাকে উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। হতাশা গ্রাস করেছে, দ্বিধাদ্বন্দ্বে ভুগেছি। এটা স্বাভাবিক। জীবনে উত্থান-পতন দুটোই গুরুত্বপূর্ণ। কারণ দুটোর সঙ্গেই জীবন জড়িয়ে আছে। পতনের সময়টাতে চিন্তার স্বচ্ছতা দরকার। মাঝে মাঝে মস্তিষ্কের ওপর নিয়ন্ত্রণ থাকে না এবং এটি অপ্রয়োজনীয় জিনিস নিয়ে ভাবতে থাকে। এমন কিছু নিয়ে আমাদের ব্যস্ত করে রাখে যা জীবনে আমরা করতে চাই না বা যেটার সঙ্গে আমরা জড়িত নই। সে সময় একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি কিংবা একজন তৃতীয় ব্যক্তিকে দরকার যে বলবে যে তোমার জীবনে এটা ঘটেছে কারণ তুমি সেসময়টিতে অসতর্ক হয়ে পড়েছিলে।
বিডি প্রতিদিন/১৮ অক্টোবর, ২০১৬/ফারজানা