১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত মান্না অভিনীত সাড়া জাগানো চলচ্চিত্র 'দাঙ্গা' ছবির সিক্যুয়েল নির্মিত হতে যাচ্ছে। গত রবিবার সন্ধ্যায় প্রযোজক ইকবাল দাঙ্গা টু নির্মাণের ঘোষণা দেন।
দাঙ্গা ছবিতে অভিনয় করা মান্না ও রাজীব দুজনেই প্রয়াত হয়েছেন। তাই নতুন ছবিতে মান্না এবং রাজীবের পরবির্তে কে আসছেন এই নিয়ে চলছে জল্পনা। জানা গেছে, ছবির পরিচালক কাজী হায়াত থাকলেও মান্নার স্থানে আসবেন শাকিব খান ও রাজীবের স্থানে মিশা সওদাগর।
এ ছবি নির্মান প্রসঙ্গে নির্মাতা কাজী হায়াত বলেন, 'দর্শক ও প্রযোজকের কথা মাথায় রেখে কাজ শুরু করেছি। চলছে গল্প লেখার কাজ। গল্প লেখা শেষ হলে যদি ভালো লাগে তবেই এটি আমি পরিচালনা করব। '
ছবির প্রযোজক ইকবাল বলেন, কাজী হায়াৎ তার চলচ্চিত্রে সবসময় সমাজের নানা ধরণের অসঙ্গতির চিত্র তুলে ধরেন। তার নির্মিত দাঙ্গা চলচ্চিত্রটি সেসময় দারুণ সাড়া জাগিয়েছিল। তাই নতুন আঙ্গিকে চলচ্চিত্রটি তৈরী হোক এটাই আমার চাওয়া।
বিডি প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৬/হিমেল