করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে আনুষ্কা শর্মা আর রণবীর কাপুরের চুমুর দৃশ্য নিয়ে নির্দেশনা দিল সেন্সর বোর্ড। ছবিতে চুমুর দৃশ্য যতক্ষণ দেখানো হয়েছে, তার ঠিক অর্ধেক সময় কেটে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে বোর্ড। ওই চুমু না কি এতই উত্তেজক যা নৈতিকতায় আঘাত করে যুবক-যুবতীদের বিপদ ডেকে আনতে পারে বলে ধারনা সেন্সর বোর্ডের!
সেন্সর বোর্ডের এমন নির্দেশে আবারও নিরুপায় করণ জোহর! যতটা সময় নিয়ে শুট করেছিলে ওই চুমু খাওয়ার দৃশ্যগুলো, তার ঠিক অর্ধেক পরিমাণ সময় কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন তিনি!
তবে বলিউডের নিন্দুকরা বলছেন, রণবীরের চুমু খাওয়া নিয়ে যে সেন্সর বোর্ড ঝামেলা করে, এটা করণ জোহরের মাথায় রাখা উচিত ছিল! এর আগে ইমতিয়াজ আলির ‘তামাশা’ ছবিতেও সেন্সর বোর্ডের নির্দেশে ঠিক অর্ধেকটা কমেছিল দীপিকা পাড়ুকোন আর রণবীর কাপুরের চুমু খাওয়ার মেয়াদ! ‘বম্বে ভেলভেট’ ছবিতেও একই ঘটনা।
অবশ্য আরেকদল প্রশংসা করছেন করণ জোহরের বুদ্ধি নিয়ে! তাদের দাবি, এই সমস্যা যে হবে, তা ভালমতোই জানতেন পরিচালক! তাই সময় নিয়ে চুমুগুলো শুট করেছেন! যাতে চুমু খাওয়ার মেয়াদ অর্ধেকটা কমিয়ে দিলেও মজাটা নষ্ট না হয়!
বিডি প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৬/হিমেল