‘পিঙ্ক’ ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন তাপসি পান্নু। আর এই অভিনয় দিয়ে সবার প্রশংসা কুড়িয়েছেন এই বলিউড অভিনেত্রী। তাই তার ভক্ত ও দর্শকদের পরবর্তী ছবি ‘গাজি’কে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। জানা গেছে, তাপসি পান্নু তার পরবর্তী ছবিতে একজন বাংলাদেশি শরণার্থীর চরিত্রে অভিনয় করেছেন।
অভিনেত্রী তাপসি পান্নু তার নতুন ছবি প্রসঙ্গে বলেন, “আমি খুবই গর্বিত ‘গাজি’ ছবির একটি অংশ হতে পেরে। এটি একটি ভিন্নধর্মী ছবি। ভারতের প্রথম সাবমেরিন চলচ্চিত্র হতে যাচ্ছে এ ছবিটি। একটি পাকিস্তানি সাবমেরিন’কে কৌশলে কিভাবে ডুবিয়ে দেয়া হয়েছিলো তা নিয়ে এ ছবির কাহিনী।”
আইএনএস’কে দেয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
ছবিটিতে তাপসির চরিত্রটি কেমন হবে এমন একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমার করা প্রথম কোনো ইতিহাস নির্ভর ছবি এটি। এতে আমি একজন বাংলাদেশি শরণার্থীর চরিত্রে অভিনয় করেছি। সামনেই এটি মুক্তি পাবে তাই এর বেশি আর কিছু বলতে পারেবো না! তবে এটুকু বলতে পারি এটি আর দশটা ইতিহাস নির্ভর ছবির চেয়ে আলাদা। এর গল্পটা সত্যিই অন্য রকম।”
এ ছবিতে তাপসির বিপরীতে রয়েছেন ‘বাহুবালি’ অভিনেতা রানা ডাগ্গুবাতি। পাক-ভারত নৌ-বাহিনীর যুদ্ধের গল্প নিয়ে এ ছবিটি তৈরি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৯ অক্টোবর, ২০১৬/তাফসীর