মহারাষ্ট্রের জাতীয়তাবাদী রাজনৈতিক দল মহারাষ্ট্র নাভনির্মন সেনা (এমএনএস) দুই দিন আগে ঘোষণা দেয়, 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিটি প্রদর্শন করলে মাল্টিপ্লেক্স মালিকদের খবর আছে। মাল্টিপ্লেক্সগুলো যে দামি কাঁচ দিয়ে নির্মিত মালিকদের আবারো তা স্মরণ করিয়ে দিচ্ছি।
এরপরই 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিটি প্রদর্শন নিয়ে ঝামেলায় পড়েন ছবির পরিচালক করণ জোহর, প্রযোজক মুকেশ ভাট। কারণ মাল্টিপ্লেক্সগুলো সিনেমাটি প্রদর্শন করতে অনাগ্রহী হয়ে পড়ে। বাধ্য হয়ে মুম্বাইয়ের নগর পুলিশের কাছেও সহায়তা চান তারা।
মহারাষ্ট্র নাভনির্মন সেনার বক্তব্য, 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিতে পাকিস্তানি অভিনেতা কাজ করেছেন। তাই এই ছবি ভারতে প্রদর্শন করা যাবে না। এই হুমকি পাওয়ার দুই দিনের মাথায় দেশপ্রেম কিংবা ভয়, যেটাই হোক নিজের অবস্থান বদলে ফেলেছেন করণ জোহর। এর আগে পাকিস্তানি শিল্পীদের পক্ষে দাঁড়ালেও এবার তার সুর ভিন্ন। ভারতের জনপ্রিয় এই নির্মাতা ঘোষণা দিয়েছেন, ভবিষ্যতে কখনই পাকিস্তানের অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করবেন না তিনি।
করণ জোহর বলেন, আমার দেশই আগে। কোনো কিছুতেই আমার কিছু যায় আসে না। কিন্তু দেশই আমার সব। যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে আর কখনই আমি পাকিস্তানি তারকাদের সঙ্গে কাজ করবো না।
বিডি প্রতিদিন/১৯ অক্টোবর, ২০১৬/ফারজানা