হালের দুই জনপ্রিয় হলিউড অভিনেত্রী হলেন এমা স্টোন ও জেনিফার লরেন্স। তাদের দু'জনকে সবাই একে অপরের ভালো বন্ধু হিসেবেই জানে। কিন্তু বন্ধুত্বের আগে জেনিফারকে ঈর্ষা করতেন এমা! আর এমার এই ঈর্ষার কারণ জেনিফারের অভিনয়ের দক্ষতা নিয়ে। সম্প্রতি এ দুই অভিনেত্রীকে দেখা গেছে সংগীত তারকা অ্যাডেলের সঙ্গে। তিন জনের এ দলকে রাতের বেলা একসাথে ঘুরে বেড়াতে দেখা গেছে শহরের বিভিন্ন প্রান্তে
সম্প্রতি ‘ভ্যানিটি ফেয়ার’ ম্যগাজিনকে দেয়া এক সাক্ষাতকারে এমা জানান, ‘হাঙ্গার গেইম’ ছবিটি দেখার পর থেকেই বেশ মনোকষ্টে ভুগতে শুরু করেন তিনি। তার একমাত্র কারণ ছিল জেনিফারের দুর্দান্ত অভিনয়। ছিবিটি দেখার পর তার কাছে মনে হয়েছিলো জেনিফারের মতো এতো ভালো অভিনয় হয়ত তার পক্ষে করা সম্ভব নয়।
এমা বলেন, “আমার তখন মনে হয়েছিলো জেনিফারের মতো দুর্দান্ত অভিনেত্রীদের পাশে আমি কি দাঁড়াতে পারবো না। নিজের যোগ্যতা নিয়ে বেশ ভয় পেতে শুরু করি আর জেনিফারকে খুব ঈর্ষা হয়েছিলো তখন আমার!”
পরে অবশ্য নিজের ভুল বুঝতে পারেন ‘বার্ডম্যান’ খ্যাত এ তারকা। এমা বলেন, “একটা সময় এসে আমি আমার ভুল বুঝতে পারি। আমার কাছে তখন মনে হয়েছে আসলে প্রত্যেকেরে জায়গাটা আলাদা। কারো জায়গা কেউ কেড়ে নিতে পারে না। জেনিফার তার জায়গায় সেরা আর আমি আমার জায়গায়।”
বন্ধু হিসেবেও জেনিফারের প্রশংসায় পঞ্চমুখ এমা। তিনি বলেন, “শুধু অভিনেত্রী হিসেবে নয়, মানুষ হিসেবেও সে অনেক ভাল। আমরা দু’জন ভালো বন্ধু আর জেনিফার বন্ধু হিসেবে অসাধারণ।”
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৬/তাফসীর-২