এ বছরের হিট ছবি সালমান খানের ‘সুলতান’। কয়েকশো কোটি টাকার ব্যবসার পাশাপাশি ছবিতে অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছেন বলিউডের ভাইজান। শুধু বলিউড নয়, সালমানের সুলতান-এর প্রশংসা এবার শোনা গেল হলিউডেও। তাও আবার খোদ ‘রকি ব্যালবোয়া’ অর্থাৎ সিলভাস্টার স্ট্যালোন-এর মুখে।
সম্প্রতি লস অ্যাঞ্জেলসে স্ট্যালোন-এর সঙ্গে আলাপ হয় ‘সুলতান’এর পরিচালক আলি আব্বাস জাফার-এর। সেখানেই এ অভিনেতাকে ‘সুলতান’এর গল্প শোনান আলি। যা শুনে বেশ উচ্ছ্বসিত ছিলেন স্ট্যালোন। আলি-কে তিনি বলেন, ‘হলিউডে এমন গল্প বেশ জমবে।’ এক সাক্ষাৎকারে একথা জানান আলি আব্বাস জাফর।
সালমান-অনুশকা অভিনীত ছবিটি বর্তমানে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI)-তে দেখানো হচ্ছে। এবং মুক্তির এতদিন পরেও হাউজফুল ছিল ‘সুলতান।’