ছবিতে হোক কিংবা ব্যক্তিগত জীবন হোক, ভারতীয় সেনার পাশে বরাবর থেকেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এবারও তার ব্যতিক্রম হল না।
গত সপ্তাহে, আসামের তিনসুকিয়া জেলায় আলফা জঙ্গিদের সঙ্গে সঙ্ঘর্ষে মারা যান তিনজন ভারতীয়। তাদের মধ্যে একজন ছিলেন এন কে নারপাত সিং। মৃত নারপাতের পরিবারে স্ত্রী ও তিন কন্যা রয়েছে। কিন্তু সেনার তরফ থেকে যথেষ্ট সাহায্য পাননি তাঁরা। সেই খবর কানে আসতেই নুজ থেকেই উদ্যোগ নেন অক্ষয় কুমার। কথা বলেন নারপাতের স্ত্রীর সঙ্গে। নয় লক্ষ টাকা দিয়ে সাহায্যও করেন।
এর আগেও সেনাদের জন্য বিভিন্ন উদ্যোগ নিতে দেখা গিয়েছে বলিউডের এই অভিনেতাকে। শ্যুটিংয়ের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয় তাকে। তবুও সুযোগ পেলেই দেখা করেন সেনাদের সঙ্গে। তার অনেক বন্ধুও নাকি রয়েছে সেনাবাহিনী এবং পুলিশে কর্মরত। তাই সাহায্য করতে সদা প্রস্তুত তিনি। এর আগে অক্টোবর মাসে, নিহত বিসএসএফ সেনা গুরনাম সিংয়ের পরিবারকে ৯ লক্ষ টাকা দিয়েছিলেন তিনি।
বিডি-প্রতিদিন/২৬ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৬