আগামী ১৫ ডিসেম্বর মা হবেন তিনি। স্বাভাবিক প্রক্রিয়া নয়, সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার সন্তানের জন্ম হবে বলেও ধারণা করা হচ্ছে। কারিনা কাপুর খানের সন্তানসম্ভবা বিষয়ক নতুন করে এই গুঞ্জনটি শোনা গেল। এখন সেটি আসলেই গুঞ্জন নাকি সত্য সেতো সময়ই বলে দিবে।
কিছুদিন আগে শোনা গিয়েছিল লন্ডনে গিয়ে কারিনার গর্ভাবস্থা পরীক্ষা করিয়েছেন এই নবাব দম্পতি । কিন্তু ছোট নবাব এক বক্তব্যে পরিষ্কারভাবে জানান, এসব কিছুই ঘটেনি। সব বানোয়াট।
এক বিবৃতিতে সাইফ বলেন, ‘আমরা এখনও সন্তানের মুখ দেখিনি এবং সে ছেলে নাকি মেয়ে তা-ও জানি না। আমাদের সন্তান লন্ডনে হবে না। আর তার নাম অবশ্যই সাইফিনা রাখবো না।’
বিডি-প্রতিদিন/২৬ নভেম্বর, ২০১৬/তাফসীর-২০