বিচ্ছেদের দামামা বাজলো ক্লোজআপ তারকাখ্যাত কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার সংসারে। স্বামী সংসদ সদস্য শিবলী সাদিকের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে তার। গত ২০ নভেম্বর রাজধানীর ধানমণ্ডির একটি হোটেলে উভয়ের পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিচ্ছেদের সব কার্যক্রম সম্পন্ন হয় বলে সাংবাদিকদের জানান সালমা।
বাধ্য হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সালমা। তিনি বলেন, এমপি হওয়ার পর শিবলী অনেক পাল্টে গেছে। একজন নারী কখনও চায় না, তার সংসার ভেঙে যাক; আমিও চাইনি। অনেক দিন ধরে শিবলীর সঙ্গে আমার নানা কারণে বনিবনা হচ্ছিল না। তাই শেষ পর্যন্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।
লোকসঙ্গীত শিল্পী সালমা একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের রিয়েলিটি শো 'ক্লোজআপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ' এর মাধ্যমে আত্মপ্রকাশ করেন। ২০১১ সালে দুই পরিবারের সম্মতিতে সালমা-শিবলীর বিয়ে হয়। এরপর ২০১৪ সালের ১ জানুয়ারি সালমার প্রথম সন্তান জন্ম নেয়।
বিডি-প্রতিদিন/ ২৬ নভেম্বর, ২০১৬/ আফরোজ