রণবীর সিংহ কোনো পাবলিক অ্যাপিয়ারেন্সে থাকবেন অথচ তার মুখ থেকে কোনো বিস্ফোরক উক্তি বেরোবে না, এটা কখনও হয়? তাই ‘বেফিকরে’র প্রচারে একটি কমেডি শো’এ গিয়ে নির্বিকারভাবে বিস্ফোরক একটি উক্তি করে বসলেন।
রণবীর সিংহ বলেন, 'বাণী কপূরকে চুমু খেতে খেতে বিরক্ত হয়ে গেছি। তাও অত উত্তেজনার কিছু ছিল না ব্যাপারটা আমার কাছে।'
তিনি আরও বলে, ‘বেফিকরে’র ক্ষেত্রে তিনি যতবার স্ক্রিপ্ট পড়েছেন, তার চেয়ে বেশিবার চুমুর দৃশ্যে অভিনয় করেছেন!
কমেডি শো’এর সঞ্চালকের মতে, রণবীর নিশ্চয়ই এই কারণেই উৎসাহ পেয়েছিলেন ছবিটা করতে! কিন্তু তাকে থামিয়ে রণবীর ব্যাখ্যা করেন, উৎসাহ-উত্তেজনা শব্দগুলো ব্যবহার করা বাড়াবাড়ি। তার বেশ একঘেয়েই লেগেছিল ব্যাপারটা!
বিডি প্রতিদিন/ ২৮ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-২