জনপ্রিয় মার্কিন সংগীত তারকা মাইকেল জ্যাকসনকে খুন করে হয়েছিল বলে দাবি করেছেন তার মেয়ে প্যারিস জ্যাকসন। রোলিং স্টোন ম্যাগাজিনে দেয়া প্রথমবারের মতো একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ''২০০৯ সালে মাইকেল জ্যাকসনের মৃত্যুর বিষয়টি ছিল একটি 'ষড়যন্ত্র'।'' খবর বিবিসির।
২০০৯ সালে অতিরিক্ত মাত্রায় ব্যথানাশক ওষুধ সেবনের ফলে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের। পরে অনিচ্ছাকৃত মানবহত্যার অভিযোগে তার চিকিৎসক কনরাড মারেকে দোষী সাব্যস্ত করা হয়। তখন প্যারিস জ্যাকসনের বয়স ছিল ১১ বছর।
তবে প্যারিস বলছেন, ''এর পেছনে আরো অনেক ঘটনা রয়েছে। তিনি প্রায়ই ইঙ্গিত দিতেন যে, তার পেছনে অনেক মানুষ লেগেছে। একপর্যায়ে তিনি বলতেন, ওরা একদিন আমাকে মেরে ফেলবে।''
মাইকেল জ্যাকসনকে হত্যা করা হয়েছে কিনা, সাক্ষাৎকার গ্রহণকারী জানতে চাইলে প্যারিস জ্যাকসন উত্তর দেন, ''অবশ্যই। কারণ এটাই সত্যি। সবগুলো তীর ওদিকেই নির্দেশ করে। এটা যেন কন্সপারেন্সি থিওরির মতো একটা ব্যাপার...... তবে তার সব ভক্ত আর পরিবারের সবাই জানে, এটা ছিল একটি ষড়যন্ত্র।''
বিডি-প্রতিদিন/২৫ জানুয়ারি, ২০১৬/মাহবুব