বলিউডের অ্যাকশন ছবি হিসেবে 'কমান্ডো' আজও সমান জনপ্রিয়। এখনো কোন টিভি চ্যানেলে ছবিটি চলতে দেখলে সিনেমাপ্রেমীরা ব্যস্ততার মধ্যেও একটু হলেও দাঁড়িয়ে যায়। হাতে সময় থাকলে আবারও ঝালাই করে নেয়। আগামী ৩ মার্চ মুক্তি পাচ্ছে এর সিক্যুয়াল কমান্ডো-২। ছবিটি আরও অ্যাকশন নিয়ে হাজির হচ্ছে তা এর ট্রেলারেই বোঝা যাচ্ছে।
ছবির মুখ্য চরিত্রে রয়েছেন সেই বিদ্যুৎ জামওয়াল। আছেন ইশা গুপ্ত, আদিল হুসেনের মতো অভিনেতারা। ২৩ জানুয়ারি ইউটিউবে ছাড়া হয়েছে ছবিটির ট্রেলার। রীতিমতো ঝড় উঠেছে দর্শকদের মধ্যে। ট্রেইলারটি মুক্তি দেয়ার পর তিন দিনেই ৬০ লাখেরও বেশি বার সেটি দেখা হয়েছে।
ছবিটির কাহিনী কালো টাকার গল্প নিয়ে। কালো টাকার মোস্টওয়ান্টেড এক এজেন্ট মালয়েশিয়া সরকারের হাতে গ্রেফতার হয়। তাকে সেখানে একটি সেফহোমে স্ত্রীসহ রাখা হয়। তাদের স্বদেশে ফিরিয়ে আনতে ৪ সদস্যের একটি টিম মালয়েশিয়া যায়। তাকে আনতে গিয়েই ঘটে একের পর এক ঘটনা।
মজার বিষয় হচ্ছে- ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় কমেডিয়ান দেবেন ভোজানি। কমেডি অভিনেতার পরিচালিত হলেও এ ছবির অ্যাকশন, স্টান্টগুলো চোখ ধাঁধানো। অন্তত ট্রেলারতো তাই বলছে।
ভিডিও:
বিডি-প্রতিদিন/এস আহমেদ