উত্তরার দ্য স্টেজ নামের রেস্তোরাঁয় বুধবার সন্ধ্যায় মিলিত হন দেশের জনপ্রিয় সব উপস্থাপকেরা। সবাইকে এক ছাদের নিয়ে আসায় নেতৃত্ব দেয় প্রেজেন্টার্স প্লাটফর্ম অব বাংলাদেশ ( পিপিবি) সংগঠনটি। এ সংগঠনের কার্যনির্বাহী সদস্যদের নিয়ে এদিন দ্বিতীয় বারের মতো আলোচনা ও আড্ডার আয়োজন করা হয়।
এবারের আয়োজক উপস্থাপক নওশীন বলেন, আমরা নিজেদের ভেতরে আলোচনা করেই ঠিক করেছি যে ধারাবাহিকভাবে কার্যনির্বাহী সদস্যরা নিজেরা পর্যায়ক্রমে আয়োজকের দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে দ্বিতীয় আলোচনা আড্ডার হোস্ট হতে পেরে ভালো লাগছে। কারণ এটা আমাদের নিজেদের জন্য এক প্লাটফর্ম।
সংগঠন সভাপতি আব্দুন নূর তুষার ও সাধারণ সম্পাদক আনজাম মাসুদের নেতৃত্বে সকল সদস্যদের নিয়ে সম্মিলিত আলোচনায় বেশ কিছু প্রস্তাব গৃহীত হয়। একই সঙ্গে সংগঠনটির গঠনতন্ত্র প্রণয়নের ব্যাপারেও খন্দকার ইসমাইলকে আহবায়ক করে সৈকত সালাহউদ্দিন, আরজে শারমিনসহ পাঁচ সদস্যের একটি কমিটি তৈরি করা হয়।
এছাড়া মাসিক চাঁদা ও বার্ষিক বনভোজনের ব্যাপারে অর্থ সম্পাদক আলিফ আলাউদ্দিন ও নতুন সদস্য নেওয়ার ব্যাপারে দফতর সম্পাদক শফিউল আলম বাবুকে দায়িত্ব দেয়া হয়। তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে তানভীর তারেক ও কার্যনির্বাহী সদস্য তালিকায় আলিফ চৌধুরীর নাম যোগ হয়।
সাংগঠনিক সম্পাদক দেবাশীষ বিশ্বাস বলেন, আমাদের সংগঠনটির যাত্রা কেবল শুরু হলো। তাই এখন সংগঠনটির কার্যক্রম ও আগামী উদ্যোগগুলো নিয়ে আমরা নিয়মিতভাবে আলোচনায় বসবো। একই সঙ্গে নিজেদের সম্প্রীতির জায়গাটাও আরও মজবুত করতে চাই আমরা। আমাদের উপস্থাপকদের কোনো কমিউনিটিই ছিল না। সেই জায়গা থেকে আমরা শোবিজে বা জাতীয় স্বীকৃতিতে এর একটি ভীত গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যেই এই যুথবদ্ধ হয়ে কাজ করা।
আলোচনা আর প্রাণবন্ত আড্ডা, রাতের ভূরিভোজ শেষে মঞ্চে গিটার হাতে উঠে যান আলিফ চৌধুরী। খন্দকার ইসমাইল কিছুক্ষণের জন্য সঞ্চালনার দায়িত্ব নিয়ে নেন। তানভীর তারেক পিয়ানো বাজিয়ে লাকী আখন্দের বিখ্যাত গান নীল মনিহার ও নিজের ‘তুমি কার’ গানটি গেয়ে শোনান।
পিপিবির এই আনন্দঘন সন্ধ্যার আড্ডায় শেষ দিকে যোগ দেন অভিনেতা হিল্লোল। দ্বিতীয় আলোচনা-আড্ডায় আরও ছিলেন ফারহানা নিশো, আরজে সায়েম, মারিয়া নূর, শান্তা জাহান, ও শ্রাবন্য তৌহিদা।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৭/ফারজানা