সঙ্গীতভুবনে অভিষেকেই নজর কেড়েছেন ববি রহমান। সম্প্রতি একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছেন নবাগত এ গায়ক। 'দুঃখ দুঃখ খেলা' শিরোনামের এই মিউজিক ভিডিও এরইমধ্যে প্রশংসিত হয়েছে দর্শক-শ্রোতাদের কাছে।
ইমরোজ বিন মশিউরের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন তাসনুভ নাওয়াল রহমান। প্রযোজনা করেছে সাউন্ডটেক। স্টুডিও মিউজিক ফ্যাক্টরিতে গানটি রেকর্ড করা হয়। গানটির মিক্সিং ও মাস্টারিং করেছেন রোকন ইমন।
ইমরোজ বিন মশিউরের প্রকাশিত প্রথম গান এটি। ববি রহমানও প্রথমবারের মতো গাইলেন। ইমরোজ বিন মশিউরের প্রত্যাশা, গানটি মনোযোগী শ্রোতাদের ভালো লাগবে। তিনি বলেন, আমরা চাই, গানটি সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করুক। যাতে পরবর্তীতে বর্তমান ভুলগুলো শুধরে নেয়া যায়।
সঙ্গীত ভুবনের নবাগত তারকা ববি রহমান বলেন, এটা আমার প্রথম প্রয়াস। ভালো-মন্দ বুঝি না। সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছি। লিরিক ব্যতিক্রমী। সংগীত আয়োজনে স্বতঃস্ফূর্ততা আনার চেষ্টা করা হয়েছে। ভালো করার সম্মিলিত প্রচেষ্টা ছিল। বাকিটা শ্রোতাদের হাতে ছেড়ে দিচ্ছি।
গানটির ভিডিও ধারণ ও সম্পাদনা করেছেন শাওন মাহমুদ। পরিচালনা করেছেন নির্মাতা নূহু আব্দুল্লাহ।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৭/ফারজানা