ফয়সাল সাইফ নির্মিত 'শয়তান' ছবির ট্রেইলার প্রকাশের পর এবার প্রকাশ করা হয়েছে অডিও। শুক্রবার বিকালে অডিও প্রকাশ করা হয় বলে মুম্বাই থেকে ফেসবুকে জানান ছবির মূল অভিনেতা বাংলাদেশি চিত্রনায়ক নিরব।
বলিউডের বেশিরভাগ হরর ম্যুভি শারিরীক সম্পর্ক নির্ভর বা অ্যাডাল্ট গোত্রের হয়ে থাকে। এ ছবিও কী সে ধাঁচের এমনটা জানতে চাইলে ট্রেইলার প্রকাশের সময় উচ্চস্বরে হেসে নিরব বলেন, 'নারে ভাই, এটা সেরকম কোনো ছবি নয়। কাহিনী ও চরিত্রের প্রয়োজনে যতটুকু প্রেম-প্রণয় দেখানো প্রয়োজন ততটুকুই দেখানো হয়েছে। বলতে পারেন, সেইসব গতানুগতিক হরর ম্যুভির খোলস ভেঙেই এই ছবিটি নির্মিত হয়েছে। এছাড়া এটি 'কন্ট্রোভার্সিয়াল' ইস্যু বা কাহিনী নির্ভর একটি ছবি।
শয়তান ছবির নিজের ডাবিং নিজেই করবেন বলে আগেই জানিয়েছিলেন নিরব। তবে পরিচালক অন্য কাজে ব্যস্ত থাকায় এবার ডাবিং করা হচ্ছে না তার। ঢাকায় ফিরে ডাবিং করতে আবারও মুম্বাই যাবেন বলেও তিনি জানান।
ছবিটিতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী কবিতা রাধেশ্যাম এবং পাকিস্তানের মীরা খান। অর্থাৎ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তারকাদের সম্মিলন ঘটছে এ ছবিতে। উল্লেখ্য, একইসঙ্গে তিনটি ক্যামেরায় বন্দী করা হয়েছে 'শয়তান' ছবির শ্যুটিং।
বিডি-প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৭/মাহবুব