ভারতের বিতর্কিত এবং বহুল চর্চিত রিয়েলিটি শো বিগ বস ১০ম মৌসুমে জয়ী হয়েছেন মানবীর গুর্জার। প্রতিযোগী বানি জে, লোপামুদ্রা রাউত ও মানু পাঞ্জাবীকে অনেক দূরে ফেলে সেরার আসন অলংকৃত করেন তিনি।
এর আগের বিগ বস পর্ব জয়ী হন রাহুল রায়, আশুতোষ কৌশিক, বিন্দু দারা সিং, শ্বেতা তিওয়ারি, জুহি পারমার, উর্বশী, গওহর খান ও গৌতম গুলাটি।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৭/ফারজানা