বাহুবলী নিয়ে মানুষের মধ্যে কতটা আগ্রহ তৈরি হয়েছে তা প্রথম পোস্টার মুক্তির পরে বুঝা গেছে। দ্বিতীয় পোস্টার মুক্তির সময় তা আরও স্পষ্ট হল। চোখ বন্ধ করে বলে দেওয়া যায়, সিনেমাটি হিট।
আগামী ২৮ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। তবে সূত্রের খবর, মুক্তি আরও পিছিয়ে দেওয়া হতে পারে। ছবির কিছু কাজ এখনও বাকি রয়েছে। এ দিকে ছবির হিরো প্রভাস জানিয়েছেন, প্রায় ৬০০ দিনের শ্যুটিংয়ের পর ছবির কাজ শেষ করেছেন তিনি।
নতুন পোস্টারে দেখা যাচ্ছে, 'যুবতী' দেবসেনাকে তির ধনুক চালানো শেখাচ্ছেন অমরেন্দ্র বাহুবলী। অর্থাৎ ছবির প্রথম ভাগের হিরোর বাবা। সেই ছবিতে দেবসেনাকে বৃদ্ধা এবং শেকলে বাঁধা অবস্থায় দেখানো হয়েছে। তাকে উদ্ধার করেন শিবা বা ছবির হিরো।
পোস্টারই বলে দিচ্ছে দ্বিতীয় ভাগটি আরও অ্যাকশন নির্ভর হবে। সকলেই এখন দেখার অপেক্ষায় রয়েছেন কাট্টাপ্পা কেন বাহুবলী কেন 'খুন' করেছিলেন। তার জন্য আর মাত্র ক' দিনের অপেক্ষা।