প্রকাশিত হলো হালের আলোচিত অভিনেত্রী পরীমণি অভিনীত 'আমার প্রেম আমার প্রিয়া' ছবির পোস্টার। আজ মঙ্গলবার রাত ৮টায় পরীমণির অফিসিয়াল ফেসবুক পেইজে এটা প্রকাশ করা হয়েছে।
'আমার প্রেম আমার প্রিয়া' ছবিরটি পরিচালনা করেছেন শামীমুল ইসলাম শামীম। ছবিতে পরীমণির বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক কায়েস আরজুকে।
ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, ডন, রেবেকা, সীমান্ত প্রমুখ।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব