ভোট দিতে পারলেন না বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। তিনি মঙ্গলবার ভোট দিতে যান মুম্বাইয়ের মিউনিসিপ্যাল কর্পোরেশনে। কিন্তু তার নাম ভোটার লিস্টে না থাকার জন্য তিনি এ বছর ভোট দিতে পারলেন না।
বরুণ এ প্রসঙ্গে বলেন, ‘আমি গত বছরই ভোট দিয়েছি। কিন্তু এ বছর ভোটার লিস্টে আমার নাম নেই। খুব আশ্চর্য লাগছে।’
২৯ বছরের বরুণ মর্মাহত হয়ে জানান যে, তিনি নির্বাচন কমিশনের কাছে গিয়ে এ বিষয়ে খোঁজ নেবেন। তবে তিনি নিজে ভোট দিতে না পারলেও জনসাধারণকে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন।
সম্প্রতি বরুণ এখন ব্যস্ত তার নতুন ছবি ‘বাদ্রীনাথ কি দুলহানিয়া’ নিয়ে। যেখানে বরুণের ‘দুলহানিয়া’ হিসাবে আলিয়া ভাটকে দেখা যাবে।
বিডি-প্রতিদিন/ ২২ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২