বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন বাকিংহাম প্যালেসের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন। তাও সেই নিমন্ত্রণের চিঠি পেয়েছিলেন খোদ রানি দ্বিতীয় এলিজাবেথের দপ্তর থেকেই। কিন্তু অবাক হলেও সত্য যে এমন আমন্ত্রণ পত্র ফিরিয়ে দিয়েছেন বলিউড বিগ বি।
জানা গেছে, ইউকে-ভারতের সাংস্কৃতিক বছরের সেলিব্রেশনে বাকিংহাম প্যালেসে অমিতাভ বচ্চনকে আমন্ত্রণ জানিয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। কিন্তু তিনি যে নির্দিষ্ট দিনে সেখানে উপস্থিত থাকতে পারবেন না তা জানিয়ে রানিকে বার্তা পাঠিয়ে দিয়েছেন বিগ বি।
তিনি জানিয়েছেন, "এই আমন্ত্রণ পেয়ে তিনি অভিভূত। তবে পূর্ব পরিকল্পিত কিছু কাজে আটকে থাকার কারণে তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না।"
আমির খানের সঙ্গে 'ঠগস অফ হিন্দুস্তান' ছবির শ্যুটিং চলছে পুরো দমে। সেই সঙ্গে চলছে গৌরাঙ্গ দোশির 'আঁখে ২' ছবির শ্যুটিংও। এছাড়া রামগোপাল ভার্মার 'সরকার ৩'-এর প্রচারে নিয়েও খুবই ব্যস্ত। হাতে রয়েছে অয়ন মুখোপাধ্যায়ের আগামী ছবিও। ফলে দম ফেলার ফুরসত নেই এখন বিগ বি-র।
বিডি-প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১২