কিছুদিন আগে দীপিকার স্টাইল সহকারী এলিজাবেথ সাল্টসম্যান এক ইন্সট্রগ্রাম পোস্টে লিখেছিলেন, ‘অস্কার! আমরা আসছি।’ আর তাতেই যেন অপেক্ষার প্রহর গুনতে শুরু করেছিল দীপিকাভক্তরা। তবে ব্যাপারটিকে হেসেই উডিয়ে দিলেন বলিউড কন্যা দীপিকা। জানিয়ে দিলেন, অস্কারের লাল গালিচায় পা পড়ছে না তাঁর।
গতকাল বিকেলের এক অনুষ্ঠানে দীপিকা বলেন, ‘অস্কারে থাকতে পারাটা সত্যিই মজার! কিন্তু না যাচ্ছি না!’ আর এমন বক্তব্যের পর খানিকটা হতাশই হলো অস্কারের দিকে তাকিয়ে থাকা দীপিকাভক্তরা।
বলিউড জয়ের পর হলিউড দুনিয়ায় পা রাখা খুব বেশি দিন হয়নি দীপিকা পাড়ুকোনের। তবে সাফল্য যেন সেখানেও অপেক্ষা করছে তাঁর জন্য। এরই মধ্যে ‘ট্রিপলএক্স-দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজে’ অভিনয় করে মন জুগিয়েছেন সবার। লস এঞ্জেলসে ছবিটির ‘সাকসেস পার্টি’-তে যোগ দিতে ইতিমধ্যে সকল প্রস্তুতিও সম্পন্ন করেছেন এই বলিউড কন্যা। সেখানে থাকছেন ভিন ডিজেল সহ ছবিটির পুরো টিম।