দীর্ঘদিন বলিউডের কোনো ছবিতে নেই সুস্মিতা সেন। শেষ তাকে দেখা গিয়েছিল বাংলা ছবি 'নির্বাক'-এ। তবে সুস্মিতা ভক্তদের জন্য সুখবর, আবারও ফিরছেন সাবেক এই বিশ্ব সুন্দরী। তিনি নিজেই জানিয়েছেন হিন্দি ছবিতে ফের কাজ করতে চলেছেন।
সুস্মিতা আগে বলেছিলেন, বড় পর্দায় যখন ফিরবেন, তখন এমন কোন ছবি নিয়ে ফিরবেন, যা দর্শকদের খুশি করবে। যাতে তারা বলতে পারেন, একেই বলে ফিরে আসা, সুস্মিতাকে ভাল লেগেছে আমাদের।
সেই ফিরে আসা অবশেষে ঘটছে। বলিউড পাড়ায় গুঞ্জন, এ বছরই মুক্তি পাবে সুস্মিতার ছবি। তবে ছবিটির নাম কি হবে এবং কারা সেখানে অভিনয় করবেন তা স্পষ্ট করেননি সুস্মিতা।
বিডি-প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব