ভারত-ব্রিটেনের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি 'ভাইসরয়জ হাউজ'- এ গৃহপরিচারিকার চরিত্রে অভিনয় করেছেন হুমা কোরেশি। ছবিটি ব্রিটেনে মুক্তি পাচ্ছে ৩ মার্চ। বর্তমানে ছবির অন্যান্য কলাকুশলীদের সঙ্গে ছবির প্রচারণা নিয়ে হুমা ব্যস্ত সময় পার করছেন।
ছবির প্রচারে হুমা লন্ডন ফ্যাশন উইকে হেঁটেছেন। গত ২২ ফেব্রুয়ারি লন্ডনে অবস্থিত ফেসবুক কার্যালয়ে যান হুমা। ছবিতে একাধিক কলাকুশলী ছিলেন তার সঙ্গে। সেখানে তারা ঘুরে বেড়ান, ছবি তোলেন ও ফেসবুকে সরাসরি কথোপকথনে অংশ নেন।
ভারতীয় সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে হুমা জানান, প্রথম ভারতীয় অভিনয়শিল্পী হিসেবে সেখানে যেতে পেরে তিনি আনন্দিত।
'ভাইসরয়েজ হাউস' ছবিটি পরিচালনা করেছেন গুরিন্দর চাড্ডা। এতে আরও অভিনয় করেছেন হিউ বোনেভিল, গিলিয়ান আন্ডারসন ও মণীশ দয়াল, মিখায়েল গামবোনসহ অনেকে। ছবিটি এ বছর অনুষ্ঠিত ৬৭তম বার্লিন চলচ্চিত্র উৎসবেও আমন্ত্রণ পেয়েছিল।
সূত্র : ডেকান ক্রনিকল
বিডি প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা