বিশ্বের সবচেয়ে মোটা নারী হিসেবে খ্যাত ৫০০ কেজি ওজনের মিসরীয় যুবতী ইমান আহমেদ আবদুলাতি হৃতিকের নাচে মুগ্ধ হয়ে তার সঙ্গে নাচতে চান। ইমানের এই আবদার জানতে পেরে বিস্মিত হয়েছেন হৃতিক। হৃতিক জানিয়েছেন, আমার ইমানের সঙ্গে নাচতে খুব ভালো লাগবে। আপতত আমি ভারতের বাইরে আছি। দেশে ফিরে ওর সঙ্গে দেখা করারও ইচ্ছা রইল।
জানা যায়, ইমানের অতিরিক্ত ভারি গড়নের জন্য বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। সে কারণে ওজন খানিকটা কমানোর জন্য চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেন ইমানের বাড়ির লোকজন। মিসরের চিকিৎসক মুফাজ্জল লাকদাওয়ালার অধীনে গত তিন মাস ধরে তার চিকিৎসা চলেছে। তারাই ইমানকে মিসরের আলেকজান্দ্রিয়া থেকে মুম্বাই আনার ব্যবস্থা করেছেন। চলতি মাসেই ভারতে এসে পৌঁছেছেন ইমান। এদিকে ইমানের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দান করেছেন হৃতিকের মা। নায়কের বোন সুনয়না ইতোমধ্যে ইমানের সঙ্গে গিয়ে দেখাও করে এসেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার