সুজিত সরকার পরিচালিত ‘পিঙ্ক’ ছবিটি সমালোচক সহ দর্শক মহলেও অনেক প্রশংসা পেয়েছে। এবার সেই ছবি দেখে মুগ্ধ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। মুগ্ধ হয়ে ‘পিঙ্ক’ ছবির টিমকে দিল্লির রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রণ জানান তিনি।
এদিকে দেশটির রাষ্ট্রপতির নিমন্ত্রণ পেয়ে অমিতাভ বচ্চন ট্যুইটারে একটি পোস্টে বলেন, “ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জী আমাদের ছবি ‘পিঙ্ক’ দেখেছেন এবং রাষ্ট্রপতি ভবনে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন”।
তিনি আরো বলেন, “রাষ্ট্রপতি সবসময় খুব উদার থেকেছেন এবং সিনেমার সৃজনশীলতাকে উন্নত করতে চেয়েছেন। আমরা ওনাকে ধন্যবাদ দিলেও যথেষ্ট হবে না”।
রাষ্ট্রপতির আমন্ত্রণে আনন্দিত হয়ে তাপসি পান্নুও একটি ট্যুইট করে লেখেন, “বলুন তো আজ মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে কে ডিনার করবেন?” এরপর তাপসি লেখেন, “কত বড় সম্মান! পিঙ্ক দেখে ওনার পাশে বসে ডিনার করা, অবিশ্বাস্য”।
ছবিতে এছাড়াও অভিনয় করেছেন কৃতি কুলহারি, অ্যান্ড্রেয়া তারিয়াং, অঙ্গদ বেদী এবং পীযূশ মিশ্র।
সূত্র: কলকাতা ২৪x৭ নিউজ
বিডি প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল