ছবির ট্যাগ লাইনেই লেখা রয়েছে অ্যাংরিয়ার দ্যান এভার। এবার আরও প্রতিশোধস্পৃহা নিয়ে। শত্রুকে কৌশলে কূটনৈতিক জালে ফেলে তাকে চিরতরে সরিয়ে ফেলার আরও অদম্য প্রয়াস নিয়ে সরকার ৩ ছবিতে আসছেন অমিতাভ।
রাম গোপাল ভর্মা পিরচালিত সরকার ৩ ছবিতে ফের দেখা যাবে অ্যাংরি ম্যানকে(অমিতাভ বচ্চন)। দর্শক মনকে কাঁপাতে আবারও পর্দায় ফিরছে সুভাষ নাগরে। ছেলে বিষ্ণু ( কে কে মেনন) ও শঙ্কর ( অভিষেক বচ্চন) মারা যাওয়ার পর থেকেই গল্প শুরু হয় আসন্ন সরকার ৩ সিনেমার। আগের সিক্যুয়েলগুলিতে সুভাষ নাগরের নাতি শিবাজীর (অমিত সাধ) চরিত্র সকলের চোখ টেনেছিল। এবার সেই চরিত্রটি বেশ অন্যভাবে দেখা যাবে। এছাড়া বেশকয়েকটি নতুন চরিত্রের আগমন ঘটেছে। যেখানে ইয়ামি গুপ্তা, জ্যাকি শ্রফ, রনিত রায় প্রমুখরা অভিনয় করবেন। সূত্র: এই সময়।
বিডি প্রতিদিন/এ মজুমদার