অভিনয় ছেড়ে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি এখন যোগগুরুর ভূমিকায়। সম্প্রতি একটি হেলথ ওয়েবসাইট লঞ্চ করেছেন শিল্পা। এবার ক্যালিফোর্নিয়ায় গুগল কর্মীদের যোগাসনও শেখালেন শিল্পা।
তাই নিজ দেশের নব্য এই যোগ গুরুকে অভ্যর্থনা জানাতে বিশেষ মেনুকার্ড তৈরি করল গুগলের ভারতীয় রেস্তোরাঁ। শিল্পার জন্যই সেই মেনুকার্ডে নাম রাখা হয় 'বাদল'।
প্রত্যেকটি খাবারের নামের সঙ্গে শিল্পা অভিনীত ছবির গানের লাইন মিলিয়ে যুগলবন্দী করা হয়েছে। মেনুকার্ড হাতে পেয়ে যার পর নাই আপ্লুত শিল্পা ধন্যবাদ জানিয়েছেন গুগলকে।
ইনস্টাগ্রাম আর টুইটারে সেই মেনুকার্ডের ছবিও পোস্ট করে ফেলেছেন তিনি। ইতিমধ্যেই শিল্পার এই পোস্ট ১০ হাজার লাইকও পেয়ে গিয়েছে।
বিডি প্রতিদিন/২ মার্চ, ২০১৭/ফারজানা