নির্বাক যুগের ছবি 'সিরাজ' এ সঙ্গীত পরিচালকের কাজ করবেন প্রয়াত পণ্ডিত রবিশঙ্করের মেয়ে আনুশকা শঙ্কর। হিমাংশু রায় পরিচালিত 'সিরাজ' ছবিটিতে সম্রাট শাহজাহান ও তার স্ত্রী মুমতাজ মহলের প্রেম কাহিনি দেখানো হয়েছে।
১৯২৮ সালে নির্মিত ছবিটি পুনরুদ্ধারের দায়িত্বে রয়েছে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট (বিএফআই)। আগামী ১৪ অক্টোবর ‘সিরাজ’ প্রদর্শিত হবে লন্ডনের বার্বিকান থিয়েটারে। তাতে লাইভ মিউজিক বাজানোর দায়িত্বে রয়েছেন আনুশকা। অর্থাৎ, ছবিটির প্রদর্শনীর সময় তার সঙ্গে যে সঙ্গীত বাজবে, তারই পরিচালনা করবেন তিনি।
আনুশকা জানিয়েছেন, এই কাজটা পেয়ে তিনি খুব খুশি। ছবিটির গল্পই তাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। তিনি বলেন, ওই যুগের কোনও ছবি এর আগে আমি দেখিনি। 'সিরাজ' দেখে আবগাপ্লুত হয়েছিলাম। ছবিতে গ্রামীণ ভারতবর্ষের দৃশ্যপট রয়েছে। রয়েছে তখনকার দিনের বড় বড় প্রাসাদও। এক জন সঙ্গীত পরিচালকের অনেক কিছু করার আছে ছবিটায়।
চলতি বছরের শেষে ছবিটি ভারতের আগ্রায় অবস্থিত তাজমহলের সামনেও প্রদর্শনীর কথা রয়েছে।
বিডি প্রতিদিন/২ মার্চ, ২০১৭/ফারজানা