সরকারি অনুদানের চলচ্চিত্র তৈরির দীর্ঘসূত্রিতা দূর করতে অর্থের পরিমাণ বাড়ানোর কথা বলেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তার মতে, অনুদানের ছবির অধিকাংশ ছবি মুক্তি পেতে বিলম্ব হয় অনুদানের অর্থের পরিমান কম থাকার কারণে।
গতকাল বুধবার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে সরকারি অনুদানের ছবি ‘ভুবন মাঝি’র বিশেষ প্রদর্শনীর আগে তিনি এসব কথা বলেন।
আগামী ৩ মার্চ দেশের ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ভুবন মাঝি’। তিনি বলেন, সরকারি অনুদানের ছবি মুক্তি পেতে বিলম্বিত হয়। এ ক্ষেত্রে ‘ভুবন মাঝি’ ছবিটি খুব তাড়াতাড়িই মুক্তি পাচ্ছে। এটা আমাদের জন্য খুশির সংবাদ।
মুক্তিযুদ্ধে প্রেক্ষাপটে 'ভুবন মাঝি' নির্মাণ করা হচ্ছে। মন্ত্রী বলেন, বিশ্বযুদ্ধ নিয়ে এখনও চলচ্চিত্র তৈরি হচ্ছে। আমি মনে করি মহান মুক্তিযুদ্ধ নিয়ে আরও চলচ্চিত্র তৈরি হওয়া দরকার।
'ভুবন মাঝি'র উদ্বোধনী প্রদর্শনীতে আরও বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল, নির্মাতা মোরশেদুল ইসলাম, সংগীতশিল্পী কালিকাপ্রসাদ, অভিনেত্রী অপর্ণা ঘোষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ, অভিনেতা মাজনুন মিজান, নির্মাতা ফাখরুল আরেফিন খান প্রমুখ।
বিডি প্রতিদিন/২ মার্চ, ২০১৭/ফারজানা