সুশান্ত সিং রাজপুত ও জ্যাকুলিন ফার্নান্ডেজকে নিয়ে খুব শীঘ্রই করণ জোহার প্রযোজিত নতুন ছবি ‘ড্রাইভ’–এর শুট্যিং শুরু হতে যাচ্ছে। বুধবার ট্যুইট করে করণ জোহার এই খবর জানান। সেই সঙ্গে নতুন ছবির পোস্টারও তিনি ট্যুইট করেন।
করণ জোহার তাঁর ট্যুইটে বলেন, ‘এই ছবির পরিচালক তরুণ মনসুখানি এবং সহ–প্রযোজক হিরু জোহার ও করণ জোহার। ২০০৮ সালে মনসুখানি তাঁর প্রথম ছবি ‘দোস্তানা’ পরিচালনা করেন। যেখানে অভিষেক বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া ও জন অ্যাব্রাহাম অভিনয় করেছিলেন।’
বিডি প্রতিদিন/২ মার্চ ২০১৭/হিমেল