বলিউডের জনপ্রিয় শিল্পী শ্রেয়া ঘোষাল আগেও দুইবার ঢাকার মঞ্চে পারফরম করে গেছেন। এরই ধারাবাকিতায় ফের ঢাকায় শ্রেয়া ঘোষাল নাইট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩১শে মার্চ সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে। অনুষ্ঠানের নাম দেয়া হয়েছে ‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট লাইভ ইন ঢাকা’।
অক্টোপি লিমিটেড ও এটিএন ইভেন্টসের যৌথ উদ্যোগে আয়োজিত এই কনসার্টে মেলোডি কুইন শ্রেয়া ঘোষাল ছাড়াও গান পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী আনিকা, পিন্টু ঘোষ ও মিফতাহ জামানসহ আরো অনেকে।
জানা যায়, ধানমন্ডির ক্যাফে দরবার, হোটেল ওয়েস্টিন, মিরপুরের সাবাব, ফ্লোর সিক্স, হাতিরঝিলের ক্যাফে জার্নাল ও ক্যাফে ইনার্সে কনসার্টের টিকিট পাওয়া যাবে। সহজ ডটকম, টিকিট চাই ডটকম এবং হ্যালো ইভেন্টস ডটকমেও টিকিট পাওয়া যাবে। তাছাড়া টিকিটের জন্য সরাসরি যোগাযোগ করা যাবে ০১৯৭১৪২২২২৮ ও ০১৯১৫৯৮৯৩৪২ এ নম্বরে।
বিডি প্রতিদিন/এ মজুমদার