দূরবীন ব্যান্ডের প্রধান শহীদের গানের মিউজিক ভিডিওতে আবারও মডেল হয়েছেন অন্তু করিম। এর আগে শহীদের গাওয়া 'এক জীবনে এত প্রেম' ও 'এক জীবনে ২' এর মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন তিনি।
শহীদের নতুন গানের শিরোনাম 'এতদিন কোথায় ছিলে'। গানটিতে শহীদের সঙ্গে কণ্ঠ দিয়েছেন স্বরলিপি। কথা লিখেছেন ও সুর করেছেন হুমায়ুন বয়াতী।
মিউজিক ভিডিওতে অন্তুর সঙ্গে আছেন দোয়েল। সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তবর্তী এলাকায় গত সপ্তাহে মিউজিক ভিডিওর শুটিং হয়েছে। পরিচালনা করছেন তানজিম মিশু।
শহীদ বলেন, অন্যরকম কিছু একটা করতে চেয়েছি। মুম্বাইয়ে যে ধরনের কাজ হচ্ছে, ঠিক তেমনি। দর্শকদের নতুন কিছু দিতে চাচ্ছি।
বিডি প্রতিদিন/২০ মার্চ, ২০১৭/ফারজানা