‘দঙ্গল’ অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে ‘নিয়ম’ মেনেই। এই ছবিটা থেকে একা আমিরের আয় শুনেই অবাক হচ্ছে বলিউড।ইন্ডাস্ট্রি সূত্রে খবর, একা আমির ‘দঙ্গল’ থেকে আয় করেছেন ১৭৫ কোটি টাকা! নাম প্রকাশে অনিচ্ছুক বলি মহলের এক সূত্র বললেন, আমির একাই দঙ্গল থেকে আয় করেছেন আনুমানিক ১৭৫ কোটি টাকা। আসলে এই ছবির সহ-প্রযোজক ছিলেন তিনি।
জানা যায়, শুধু অভিনেতা হিসেবে নয়, প্রযোজনার পার্টনারশিপ থেকেও আমির আয় করেছেন বড় অ্যামাউন্ট। তাছাড়া ইন্ডাস্ট্রির জল্পনা, এই মুহূর্তে বি-টাউনে আমিরের পারিশ্রমিকই সবচেয়ে বেশি।
বিডি প্রতিদিন/এ মজুমদার