অভিনেত্রী শিল্পা শিন্ডে এবার বিপাকে পড়তে যাচ্ছেন। টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন ‘ভাবি জি ঘর পর হ্যায়’ সিরিয়ালের প্রযোজক সঞ্জয় কোহলি। কিছুদিন আগেই সঞ্জয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন শিল্পা। তাঁর বক্তব্য ছিল, সিরিয়ালে ভাল রোল পাইয়ে দেওয়ার নাম করে একাধিকবার শিল্পার সঙ্গে শারীরিক সম্পর্কের চেষ্টা করেছেন সঞ্জয়। কিন্তু ব্যর্থ হওয়ার পর নানাভাবে শিল্পাকে লাঞ্চনা করেছেন সঞ্জয়।
পাল্টা জবাব দেওয়ার পরিকল্পনা করেছেন সঞ্জয় এবং তার স্ত্রী বিনাইফার। সূত্রের খবর, পারিশ্রমিক বৃদ্ধির জন্য বারেবারে শিল্পা চাপ দিতেন সঞ্জয়কে। তা মানেননি বলেই সঞ্জয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন তিনি। সঞ্জয়ের দাবি, শিল্পার বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে তার হাতে। তাই মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। শিল্পা তার অভিযোগে লিখেছিলেন, প্রযোজক তার সম্মানহানি করেছেন। এবার পাল্টা মানহানির মামলায় হাঁটতে চলেছেন সঞ্জয় এবং তার স্ত্রী। সূত্র: আজকাল।
বিডি প্রতিদিন/এ মজুমদার