অনলাইনে ফাঁস হয়ে গেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ভুবন মাঝি’। ফাখরুল আরেফিন খান পরিচালিত এ ছবিটি গত ৩ মার্চ মুক্তি পায়। সম্প্রতি নির্মাতা জানতে পারেন ছবিটি এখন অনলাইনে দেখা যাচ্ছে।
এ নিয়ে ক্ষুব্ধ নির্মাতা ফাখরুল আরেফিন খান বলেন, অনেক কষ্ট করে সিনেমা নির্মাণের পর সেটি যদি পাইরেসি হয়ে যায় তবে এর চেয়ে বেদনার আর কি আছে? বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে প্রাথমিকভাবে পরামর্শ করেছি। আগামীকাল সোমবার আদালতে মামলা করবো।
উল্লেখ্য, চলতি বছরের ৩ মার্চ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ভুবন মাঝি’। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন প্রয়াত কালিকাপ্রসাদ।
সিনেমাটিতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, মামুনুর রশীদ, মাজনুন মিজান, নওশাবা, সুষমা সরকার, ওয়াকিল আহমেদ ও পরমব্রত চট্টোপাধ্যায়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন