'আহারে' শিরোনামে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।শাহান কবন্ধের লেখা এ গানটির সুর করেছেন কলকাতার অম্লান চক্রবর্তী।গানটিতে বাপ্পার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কলকাতার শাওলী মুখার্জি।
গানটি ভিডিও আকারে প্রকাশ হবে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে। বাপ্পা মজুমদার বলেন, 'আহারে' চমৎকার কথা ও সুরের একটি গান। আমি খুব একটা নিজের সুরের বাইরে কাজ করি না। তবে এ গানটি করতে গিয়ে বিশেষ ভালো লাগা কাজ করেছে। আমার বিশ্বাস ভালো লাগবে সবার।
শাওলী বলেন, বাংলাদেশের শ্রোতাদের জন্য এরকম একটি গান করতে পারায় আমি ভীষণ আনন্দিত পূজা উপলক্ষে এ গানটির ভিডিও প্রকাশ হবে। অম্লান অনেক ভালো সুর করেছে। আর বাপ্পা মজুমদার আমারও খুব প্রিয় একজন শিল্পী। তার সঙ্গে গাইতে পেরে ভালো লাগছে।
বিডি প্রতিদিন/২৫ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা