হলিউডের ট্রিপল এক্স: দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ ছবিতে কাজ করেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মুক্তির পর আন্তর্জাতিকভাবে সুপারহিটও হয়েছে ছবিটি। আর সেই ছবিতে কাজ করতে গিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক হয় ছবির নায়ক ভিন ডিজেলের সঙ্গে। এরপর কেটে গেছে বেশ কয়েক মাস। দীপিকাও এখন বেজায় ব্যস্ত তাঁর পদ্মাবতী ছবির কাজ নিয়ে। কিন্তু ভিন ডিজেল এখনও বলিউড সুন্দরীকে ভুলতে পারেননি। সম্প্রতি দীপিকার সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে সেই কথায় মনে করিয়ে দিলেন হলিউড অভিনেতা।
এর আগে, ছবির শ্যুটিংয়ের সময় দীপিকা ও ভিনের ঘনিষ্ঠতা নিয়ে বেশ কিছু গল্প ছড়িয়েছিল। দীপিকা বলেছিলেন, তাঁদের দু'জনের সম্পর্ক যথেষ্ট উষ্ণ। শুধু তাই নয়, তিনি আরও বলেন, আগুন ছাড়া তো ধোঁয়া হয় না!
বিডি-প্রতিদিন/২৫ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব