'দ্য এক্সরসিস্ট' কে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে ব্যবসাসফল ভৌতিক সিনেমার স্থান দখল করেছে 'ইট'। উইলিয়াম ফ্রিডকিন পরিচালিত 'এক্সরসিস্ট' ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৭৩ সালের ২৭ ডিসেম্বর।অস্কারে সেরা ছবি হিসেবে মনোনয়ন পাওয়া প্রথম ভৌতিক ছবিও এটি।
এবার সামান্য ব্যবধানে 'দ্য এক্সরসিস্ট' কে' পেছনে ফেলেছে চলতি বছরের ৫ সেপ্টেম্বর মুক্তি পাওয়া 'ইট'। শিশুখেকো ক্লাউনের কাহিনী নিয়ে ৩৫ মিলিয়ন ডলারে নির্মিত 'ইট' শুধু আমেরিকাতেই ছবিটি আয় করেছে ২৩৬.৩ মিলিয়ন মার্কিন ডলার। আর 'দ্য এক্সরসিস্ট' এর আয় ২৩২.৯ মিলিয়ন মার্কিন ডলার।
তবে সারা বিশ্ব থেকে অর্জিত আয়ের হিসেবে 'এক্সরসিস্ট' থেকে এখনো পিছিয়ে আছে 'ইট'। ছবিটির আয় ৪০৪.৩ মিলিয়ন মার্কিন ডলার। আর 'এক্সরসিস্ট' এর আয় ৪৪১.৩ মিলিয়ন মার্কিন ডলার। সূত্র : ভ্যারাইটি
বিডি প্রতিদিন/২৫ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা