‘প্রিয়তমেষু’ নামের ভিন্নধর্মী একটি গল্পের নাটকে এবার একসঙ্গে অভিনয় করেছেন রুনা খান ও শারমীন জোহা শশী।
গত শনিবার পুবাইলে নাটকটির শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক সাখওয়াত মানিক। তিনি বলেন, নাটকের গল্পটা প্রকাশ করতে চাই না। তাহলে নাটক দেখার জন্য দর্শকের আগ্রহ কমে যাবে। তবে এটুকু বলবো এই গল্পের নাটক আগে হয়নি। নাটকটি দর্শক পছন্দ করবেন।
নাটকটি প্রসঙ্গে টিভি পর্দার জনপ্রিয় মুখ রুনা খান বলেন, আমার আর শশীর সম্পর্কটা বেশ মজার। এতে আমি শশীর ভাবীর চরিত্রে অভিনয় করেছি। তার সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে। নাটকে সজলও অভিনয় করেছেন। নাটকটি রচনা করেছেন জহির করিম। অনেকদিন পর ভিন্নধর্মী একটি নাটকে কাজ করে বেশ ভালো লেগেছে।
শশী বলেন, আমি এক লাইনে বলতে চাই ‘প্রিয়তমেষু’ নাটকটি দর্শকের ভালো লাগবে। খুব শিগগির যেকোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন এর নির্মাতা।
প্রসঙ্গত, রুনা খান অভিনীত ‘গহীন বালুচর’ নামের সরকারি অনুদানের একটি ছবি আগামী ২০শে অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বদরুল আনাম সৌদের পরিচালনায় এ ছবিতে আরও অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, রাইসুল ইসলাম আসাদ, জিতু আহসান, শাহাদত, শর্মিমালা, নীলা, তানভীর ও মুন প্রমুখ।
বিডিপ্রতিদিন/ ২৬ সেপ্টেম্বর,২০১৭/ ইমরান জাহান