'নিউটন' মুক্তি পাওয়ার পর থেকেই নিউটনের অস্কার তালিকায় নাম নথিভুক্ত হওয়ার ঘটনায় প্রিয়াঙ্কা চোপড়া বেশ অভিমানী হয়ে পরেছেন হঠাৎই। প্রিয়াঙ্কার মারাঠি ছবি 'ভেন্টিলেটর' নিয়ে তিনি যথেষ্ঠ আশাবাদী ছিলেন অস্কারে যাওয়ার ব্যাপারে আর সেখানে কিনা 'নিউটন' চলে গেল অস্কারে!
'ভেন্টিলেটর' ছবির পরিচালক এক সাক্ষাৎকারে বলেছেন, প্রিয়াঙ্কা বরাবরই ছবি নিয়ে খুবই উচ্চাকাঙ্ক্ষী। আর 'ভেন্টিলেটর' একটি ছবি যেটা কিনা অস্কারে যাওয়ার জন্য প্রথম থেকেই কথা হয়েছিল, আর 'ভেন্টিলেট' যথেষ্ঠ উচ্চমানের ছবি তার ফিল্ম ব্যানারে'। ২২ সেপ্টেম্বর রাত পর্যন্ত টিম 'ভেন্টিলেট' আসায় ছিল যে কোন না কোনভাবে 'ভেন্টিলেটর' অস্কারে তালিকায় নথিভুক্ত হয়ে যাবে। বিশেষ করে প্রায় ২৬টা ধাপ পেরিয়ে অস্কারের তালিকায় নথিভুক্ত হওয়ার পথে ছিল 'ভেন্টিলেটর'। একটুর জন্য 'নিউটন' ছপিয়ে গেল তাদের।
তাই তারা ক্ষুন্ন হয়েছেন। তবে 'নিউটন'র পোস্টার সত্যজিৎ রায়ের 'গনশত্রু' পোস্টারের নকল এ নিয়ে বিতর্ক উঠেছে। তাই শেষ পর্যন্ত দেখা যাক কি হয় 'নিউটন'র অস্কার কীর্তি! তার দিকে তাকিয়ে বলিউড।
বিডি প্রতিদিন/২৭ মেপ্টেম্বর ২০১৭/আরাফাত