ভারতের রাজস্থানের যোধপুর আদালতে আজ কৃষ্ণসার হরিণ হত্যা মামলার শুনানি ছিল। সালমান খানের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন দেশটির বন দফতরের এক কর্মকর্তা। সেই অভিযোগ আদালত খারিজ করে দেয়।
সালামানের বিরুদ্ধে অভিযোগ, ১৯৯৮ সালের অক্টোবর মাসে কৃষ্ণসার হরিণ হত্যা করেন সালমান খান। আদালতে সেই মামলা এখনও চলছে। তবে শুধু সালমান খান নয়। মামলায় নাম জড়ায় সাইফ আলী খান, টাবু, সোনালি বেন্দ্রে, নীলমসহ একাধিক সেলেব্রিটির। অভিযোগ, হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিং চলাকালীন যোধপুরের কঙ্কনি গ্রামে ২টি কৃষ্ণসার হরিণ হত্যা করেন তাঁরা। এনিয়ে এলাকার বিষ্ণোই সম্প্রদায় বিদ্রোহ দেখায়। সালমানসহ বাকিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।
বন দফতরের এক কর্মকর্তা অভিযোগ তোলেন, সালমান খান ভুল তথ্য দিয়ে আদালতকে বিপথে চালিত করার চেষ্টা করছেন। এই নিয়ে আদালতের কাছে একটি আবেদনপত্রও জমা দেন তিনি। বুধবার সেই আবেদনের ভিত্তিতে আদালতে শুনানি ছিল। সেখানেই সালমানের বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দেয় আদালত।
বিডি প্রতিদিন/এ মজুমদার