২০১৫ সালে মুক্তি পাওয়া 'বলতে বলতে চলতে চলতে' গানটি নতুন করে গেয়েছেন কণ্ঠশিল্পী ইমরান।এই গানেই তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা।সম্প্রতি রাজধানীর নিউ বেইলি রোডে ইমরানের নিজস্ব স্টুডিওতে পূর্ণিমা এই গানে কণ্ঠ দেন।
ইমরান বলেন, তার গায়কীতে আমি সত্যিই বিস্মিত হয়েছি, মুগ্ধ হয়েছি। শুরুতেই গানটি নারী কণ্ঠে গাওয়া হলে তার চেয়ে ভালো আর হতো না। গানটি নিয়ে আমি খুব আশাবাদী। আশা করি পূর্ণিমা আপুর কণ্ঠে আমার গানের নতুন এই আয়োজন সবাই বেশ উপভোগ করবেন।
পূর্ণিমা বলেন, গানটি গাওয়ার সময় বিশ্বাসই হচ্ছিল না যে আমি এত ভালোভাবে গাইতে পারছি। তবে এই গানে আমার কণ্ঠকে যথাযথভাবে শ্রোতা-দর্শকের কাছে তুলে ধরার পুরো কৃতিত্ব ইমরানের। আমিও গানটি নিয়ে অনেক আশাবাদী।
পূর্ণিমা এবং ইমরানের এই গানে তারা দু’জনই পারফর্ম করবেন শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় ১২তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন।
বিডি প্রতিদিন/২৮ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা